ভোরের জন্ম ও মৃত্যুলগ্ন
কুয়াশার শ্লীলতা ছিঁড়ে ওই যে বেরিয়ে আসছে বিদ্রোহীর রক্তের মত আগুন,
তারই শিরা-উপশিরায় গুনগুনিয়ে ওঠে এই শহরের রঙ্গমঞ্চ।
চায়ের ধোঁয়া প্রেমিক পুরুষের মত বুক পেতে দেয়-
সামনের রাস্তাটায় ছড়িয়ে দেয় নিজের উষ্ণতার সেলোফেন পেপার।
কতই দরাজদিল সে,
দূষনটুকুকে শাহেনশাহর মর্যাদা দিতেও যেন দ্বিধা নেই তার।
সাইকেলের ঘন্টিরা নিজেদের মধ্যে তর্জা শুরু করে,
রোদের ঘুমন্ত ভ্রুনগুলোর প্রতি যত রাজ্যের রাগ তাদের!
গাছেদের গায়ে ততক্ষণে শিশিরের বয়াম উল্টে দিয়েছে আকাশ,
শ্বেতপাথরের বুড়ি পরী তাই গায়ে মেখেছে পিক্সি-ডাস্ট মনে করে।
খবরের কাগজের লতপতানি,বিস্কুটের খুটখাট আর জুতোদের বেসুরো দাদরা-কাহারবায় শহরে সকাল নামে।
মোটা দশনম্বরী তুলি দিয়ে সূয্যিমামা হলুদের হিজিবিজি কাটেন আকাশজুড়ে।তারই মাঝে কবরস্থ হয় ফ্যাকাশে ভোরটা।
No comments:
Post a Comment