December 27, 2020

শুভজিৎ মাহান্তী

 অনামিকা

অনামিকা, তুমি থেকে যাও
আমাদেরই কাছে ।
হয়তো বা সঞ্জীবনী হয়ে
মৃত শঙ্খের শরীরে শাদা দিয়ে শাদা এঁকে দিয়ে যাও আর একটুখানি 
আমি জানি, 
তোমার চোখে এখন পৃথিবীর যত চিতার লালাভ আগুন,
কিন্তু চিন্তার আগুনে দগ্ধ তোমার মুখের সামনে কৃষ্ণপক্ষের নীল 
কুয়াশা এসে জুটেছে ।
দূর্বার নরম শরীরে শীতমাসের শিশিরের কবোষ্ণ চুম্বন
তোমার শরীরে কী স্থবিরতা এনে দেয় ?
অনামিকা, তুমি যেয়োনা আর
থেকে যাও আমাদেরই কাছে ।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...