December 27, 2020

সুচেতা মন্ডল

উপশম

দেখতে দেখতে বছর ঘুরে 
শীত এলো ।
সেই সবুজ-কালো সন্ধ্যে টা,
খোয়াইয়ের প্রান্তরে হারিয়ে যাওয়া দুটো বন্য অবয়ব।
দীর্ঘক্ষণ ছায়া পড়েছে বুকের ভেতর।
দু হাতে যা চেয়েছি তা সবই  কবিতা।
কয়েকটা অস্পষ্ট ছায়া মূর্তি সেই কবিতার গলা টিপে ধরে।
পুড়িয়ে ফেলে কতগুলি উঠতে থাকা বনলতা।

তাই আগলে রেখেছি শরশয্যা
যতক্ষণ না এ যুদ্ধের শেষ হয়।




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...