মুখ আজও ঢাকা বিজ্ঞাপনে
সেই থেকে দাঁড়িয়ে আছি
আজও একটা গলির কোণে
আজও আমার মুখ দেখি না
তোমায় দেখি বিজ্ঞাপনে
সহজ কথা নয়কো সহজ
মুচকি হাসি চোখের কোণে
ফেইসবুকে তা ঝলসে উঠে
রঙবাহারি বিজ্ঞাপনে
কখন তুমি লাগবে কাজে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার ধর্মভীরু
হা রে আমার জন্মভূমি
চোখের চাওয়া মান অভিমান
নেই জড়িয়ে ওতপ্রোত
মোবাইলের একটি ফ্ল্যাশে
পণ্য হলো ব্যাক্তিগত
শঙ্খ বাবু মুখের কথা
আজও কাঁদে গলির কোণে
মুখের উপর ঝুলছে মুখোশ
আজও ঢাকা বিজ্ঞাপনে
No comments:
Post a Comment