December 27, 2020

দীপ্তেন্দু বিকাশ ষন্নিগ্রহী

 অতিথি 


একবার  হারিয়ে যেতে বলো
ওই নক্ষত্রের আলো ঠিকরে পড়ুক নাকছাবিতে
যারা চেয়েছিল অন্ধকার 
তাদের মনের ভিতর দু লাইনের ভোরের প্রভাতি সঙ্গীত জেগে উঠুক... 


নাইবা এলে অন্তিমের মোহানার পাড়ে
হীরক দ্যূতির উত্তাপে 
যে ছলনার জলে এসে জল মেশে প্রতিদিন 
একদিন এই ছায়া দূরত্বে 
এসে দাঁড়াবো ইচ্ছায়... সুযোগ অপেক্ষায়। 











No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...