December 27, 2020

দেব নারায়ণ

 প্রদোষকাল


 

দূর দিগন্তে

চারণকবির গেরুয়া উত্তরীয় উড়ে গেলে

কুয়াশার চাদর গায়ে সন্ধ্যা আসে উঠোনে

এই হেমন্তে।

দু’দণ্ড বসে। কথা হয়। একান্তে।

খুব ইচ্ছে করে

ওকে ফুলকপির সিঙ্গাড়া খাওয়াতে,

পারি না। তাই শুধু লিকার চা।

নিঃশব্দে চুমুক এবং নীরবে বসে থাকা।

তারপর অমল কণ্ঠে বলে- ‘আসি তাহলে,

নিশীথ আসবে এবার’।

অন্ধকার বাড়ে। উষ্ণতা নামে।বাড়ে শীত ।

এই সব রাতে উষ্ণতার দৈন্যতায় জুবুথুবু হয়ে

বসে থাকি জোনাকীর আলোয় ।

সংকীর্তনের সুরে ।

প্রবাসে ঘুম আসে না।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...