হাত
তোমাকে শেষ কবে দেখেছি
মনে পড়ে না
বোধহয় ঘুমন্ত কোনো ফ্লাইওভারের নিচে
আরো ঘুমে ঢলে পড়েছ
কতদিন হল তোমার জামার গন্ধ শুঁকি না
এই রাত্রিবেলা ঘন অন্ধকারের মধ্যে দাঁড়ালে
চারপাশে সুবাতাস বয়ে যায়
আর আদিম নক্ষত্রের নিচে
আমরা সবাই এর হাতে ওর হাতে হাত রাখি।
No comments:
Post a Comment