October 25, 2020

ইন্দ্রাণী পাল

হাত

তোমাকে শেষ কবে দেখেছি
মনে পড়ে না
বোধহয় ঘুমন্ত কোনো ফ্লাইওভারের নিচে
আরো ঘুমে ঢলে পড়েছ
কতদিন হল তোমার জামার গন্ধ শুঁকি না
এই রাত্রিবেলা ঘন অন্ধকারের মধ্যে দাঁড়ালে
চারপাশে সুবাতাস বয়ে যায়
আর আদিম নক্ষত্রের নিচে
আমরা সবাই এর হাতে ওর হাতে হাত রাখি।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...