মাঝ বলে কিছু হয় না
মাঝ রাস্তা বলে কিছু হয় না,
ডান বা বাম দিক ধরে কয়েকটা পা
এগোনোর পরেই কৃষ্ণগহ্বর,
গিলে খাচ্ছে হৃৎপিণ্ডের ব্যারোমিটার।
ঠিকরে বের হওয়া আলোর সাথে
টেলিস্কোপিক সহবাসের পরেও
চোখের ঘরবাড়ি অবরুদ্ধ।
তার মানে যেভাবে বুক বলে একটা মাঠ,
ফুসফুস বলে একটা চিমনি আর কিডনি বলে
কতকগুলো ড্রেন গজিয়ে ও বুজিয়ে ফেলবার
চক্করে লোক ঠকাচ্ছে সেখানে দাঁড়িয়ে কোন
পথেরই কোন রাস্তা নেই,হয় ডান বা বাম,
মাঝ বলে কিছু হয় না।
No comments:
Post a Comment