নদী জীবন
ঘরের পাশে নদী না থাকলে জীবন খাঁ খাঁ করে।
শীতকালে নদীর চরে মনের শোক শুকিয়ে নেওয়া যায়।
ভরা বাদলে লুকিয়ে রাখা যায় চোখের নিচে কালশিটে দাগ।
নদী শুরুর গল্প জানে
যেখানে পাষাণ পাহাড় গলে বরফ,বরফ থেকে ঝর্ণা।
নদী অন্তরে বিরহ বোঝে
শ্রাবণে নদীর বুকে অবিরাম ছলাৎ ছলাৎ ঢেউ।
নদী পাড় ভেঙে পাড় গড়তে পারে
আলো ও আঁধারে কারো বুকে নদীর শব্দ শুনে কেউ।
শীতকালে নদীর চরে মনের শোক শুকিয়ে নেওয়া যায়।
ভরা বাদলে লুকিয়ে রাখা যায় চোখের নিচে কালশিটে দাগ।
নদী শুরুর গল্প জানে
যেখানে পাষাণ পাহাড় গলে বরফ,বরফ থেকে ঝর্ণা।
নদী অন্তরে বিরহ বোঝে
অশ্রুলেখা নদী তাই চিরকাল সমুদ্রে মিশে।
নদী প্রেম জানেশ্রাবণে নদীর বুকে অবিরাম ছলাৎ ছলাৎ ঢেউ।
নদী পাড় ভেঙে পাড় গড়তে পারে
আলো ও আঁধারে কারো বুকে নদীর শব্দ শুনে কেউ।
No comments:
Post a Comment