September 06, 2020

সুজিত রেজ

এত ভালোবাসা পেলে


এত ভালোবাসা পেলে কুয়াশার ছুটি

তুঙ্গনাথের শিরে রোদের খুনসুটি ।


এত ভালোবাসা পেলে নদীর এপার

নিশ্বাস ছাড়িয়া কহে জলের নেই আকার।


এত ভালোবাসা পেলে নৌকো হতে ইচ্ছে করে

অনায়াস ভাসা যায় ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে।


এত ভালোবাসা পেলে বেঁচে থাকা যায়

নুড়িরা যেমন থাকে অলকানন্দায় ।


এত ভালোবাসা পেলে খেজুরপাতায়

ভাঙা চাঁদ নেমে এসে জোছনা বিলায়।


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...