এত ভালোবাসা পেলে
এত ভালোবাসা পেলে কুয়াশার ছুটি
তুঙ্গনাথের শিরে রোদের খুনসুটি ।
এত ভালোবাসা পেলে নদীর এপার
নিশ্বাস ছাড়িয়া কহে জলের নেই আকার।
এত ভালোবাসা পেলে নৌকো হতে ইচ্ছে করে
অনায়াস ভাসা যায় ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে।
এত ভালোবাসা পেলে বেঁচে থাকা যায়
নুড়িরা যেমন থাকে অলকানন্দায় ।
এত ভালোবাসা পেলে খেজুরপাতায়
ভাঙা চাঁদ নেমে এসে জোছনা বিলায়।
No comments:
Post a Comment