September 06, 2020

শুভজিৎ দে

তোমায় ভুলে যাওয়া হয়ে ওঠেনি


ধূসর রাতের বায়বীয়তা আমায় টানে...

পৃথিবীর বক্ষ থেকে যৌবন চিল মোহনীয় সন্ধ্যা ছিনিয়ে নিয়ে যায়

কালো ডানা দিয়ে টেনে আনে কালরাত্রি

দিকবিদিকের জ্বলে ওঠা রং

বেরঙের আলোয়-

ভেসে ওঠে তোমার নয়নাভিরাম নয়নমণি।

অমাবস্যার অন্ধকার তোমার ভুরু চাঁদের কলঙ্ক হয়ে ওঠে-

মধ্যরাতের বিদ্যুতের ঝলকানিতে ভেসে ওঠে তোমার চাঁদ মুখ।


এখনও প্রতিটা ক্ষণই মায়াবী হয়

নিদ্রাহীন প্রতি রাতে ছুঁয়ে যায় তোমার অনুভব

বিব্রত নেশায় ভাসে তোমার কন্ঠ

তুমি ছেড়ে গেছে অনেকদিন

তবুও প্রাক্তনী...

তোমায় ভুলে যাওয়া হয়ে ওঠেনি।


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...