দাগ
বিচ্ছেদ সম্মান করে রুমালে মোছা রক্তের
দাগটাকে,
রুমালটা পাওয়া গেছিল কংক্রিট যেখানে মিছে মিছে ভাগ করেছিল রাস্তাটাকে;
যে রাস্তা দিয়ে,ছদ্মবেশে আজও বম্বের সুপারস্টার,স্কুটার চালিয়ে নিয়ে যান।
এখন প্রশ্ন হলো, বিচ্ছেদ তো হল?
কিন্তু রুমালের রক্তের দাগটার কি হবে?
সে তো প্রাক্তন নয়,
সময়ের শ্যাওলাধরা তরবারীর ফ্রেমে বন্দী নয়,
বেহাগ রাগ কিম্বা বসন্তের খেয়ালী ফাগ সবই তার কাছে ফিকে।
তাই সে চিরঅমর, যৌবনের ঔজ্জ্বল্যে উজ্জ্বল আজীবন।
দাগটা থাকবে, শেষ পর্যন্ত থাকবে,
ভোরের কুয়াশাঘেরা মাঠ পেরিয়ে,
কলমি শাকের ক্ষেত এড়িয়ে,
দ্বিখন্ডিত শরীরের জীর্ণতা এড়িয়ে,
স্তব্ধতার চূড়ান্ত বিশ্রাম পেরিয়ে,
ইতিহাসের ক্রুদ্ধ তরবারি পেরিয়ে,
নীলকন্ঠের বিষ দাঁত এড়িয়ে
দাগটা থাকবে, শেষ পর্যন্ত থাকবে।।
No comments:
Post a Comment