September 06, 2020

শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়

 সংবেদ্য


শ্মশানের এক চিলতে মাটিতে পা রেখেই,

চেতনা এসেছিল -অচেতন স্তব্ধ  শরীরে !

সামনের উষ্ণ -বৈদ্যুতিক ঘরে-

আমার বন্ধু জ্বলছিল, দাউ দাউ করে।

ঘন্টা বাজলেই, অস্থিপোড়া একমুঠো ছাই নিয়ে,

নদীর জলে মিশিয়ে, নিশ্চিন্তে, নির্ঝঞ্ঝাট হয়ে-

ওরা বাড়ি ফিরে ,সম্পর্কের হলুদ রঙ মুছে দেবে!

গনগনে আগুনে, এখনই আমার দহন শুরু হবে !

এখন চারিদিকে হাজারো অশনি সংকেত :

চোখ রাঙিয়ে জিজ্ঞাসা করে, অজস্র কৈফিয়েৎ,

অন্যায় আর পাপের পাল্লা ভরেছে দু'বেলা।

রসনায় অসংযমিত জীবনের সারাবেলা !

এরপর বিভীষিকাময় ,অজানা -অন্ধকারে;

প্রায়শ্চিত্তের আফশোষ রয়ে গেল -শেষ প্রহরে!

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...