জলফড়িং
আমার চারপাশের কথা, প্রেম, কবিতারা পুড়তে শুরু করেছে অদৃশ্য হুতাশনে,ধ্বংসের লেলিহান শিখা স্পর্শ করেছে অবহেলার সুউচ্চ পর্বত!
আমি সেই আগুনের লাভা ছুঁয়েছি,
তপ্ত আগুনের বহ্নিশিখায় পুড়ে ছাই হয়েছি বারবার,বহুবার;
তবুও তাকে ছোঁয়ার অদম্য ইচ্ছে প্রশমিত করতে পারিনি!
মৃত্যু আসন্ন জেনেও ওতে ঝাঁপ দিয়ে ঝলসে গেছি সহজিয়া নিয়মে,
ভালোবাসার জ্বালায় নিজেকে জড়িয়ে তাকে আগলে রাখতে চেয়েছি কোনো এক দৈব বলে;
আর সে শুধুই কলঙ্কিত করেছে আমার উন্মুক্ত বনানী ,
ক্ষত বিক্ষত করেছে আমার নরম শরীর,
চোখ,নাখ, ঠোঁটে এঁকে দিয়েছে অপ্রাপ্তির বলিরেখা;
গল্পকথার মতোই অসম্পূর্ণ গল্প হয়ে রয়ে গেছে আমার প্রেম!
ভালোবাসার বহ্নিশিখায় পুড়ে যাওয়া এক জলফড়িং আমি,
নবজন্মের আশায় তপস্যা করে চলেছি দেবতার পদযুগলে |
পরমাত্মার বরে শতবরষ পরে আমি আবার ও জন্ম নেবো,
পুনর্জন্ম নেবো ধ্বংস ছুঁতে,
ক্ষতর লেলিহান শিখায় ছিন্নভিন্ন হওয়া বুক আবার ও জেগে উঠবে তিস্তার চরে ফিনিক্সের ন্যায়;
আবার ও ভালোবাসার আগুনে মরণ ঝাঁপ দিয়ে বুনে দেবে রূপকথার গল্প |
Sundor
ReplyDelete