September 06, 2020

অর্পিতা ঘোষ

জলফড়িং


আমার চারপাশের কথা, প্রেম, কবিতারা পুড়তে শুরু করেছে অদৃশ্য হুতাশনে,ধ্বংসের লেলিহান শিখা স্পর্শ করেছে অবহেলার সুউচ্চ পর্বত!

আমি সেই আগুনের লাভা ছুঁয়েছি,

তপ্ত আগুনের বহ্নিশিখায় পুড়ে ছাই হয়েছি বারবার,বহুবার;


তবুও তাকে ছোঁয়ার অদম্য ইচ্ছে প্রশমিত করতে পারিনি!

মৃত্যু আসন্ন জেনেও ওতে ঝাঁপ দিয়ে ঝলসে গেছি সহজিয়া নিয়মে,

ভালোবাসার জ্বালায় নিজেকে জড়িয়ে তাকে আগলে রাখতে চেয়েছি কোনো এক দৈব বলে;

আর সে শুধুই কলঙ্কিত করেছে আমার উন্মুক্ত বনানী ,

ক্ষত বিক্ষত করেছে আমার নরম শরীর,

চোখ,নাখ, ঠোঁটে এঁকে দিয়েছে অপ্রাপ্তির বলিরেখা;

গল্পকথার মতোই অসম্পূর্ণ গল্প হয়ে রয়ে গেছে আমার প্রেম!

ভালোবাসার বহ্নিশিখায় পুড়ে যাওয়া এক জলফড়িং আমি,

নবজন্মের আশায় তপস্যা করে চলেছি দেবতার পদযুগলে |


পরমাত্মার বরে শতবরষ পরে আমি আবার ও জন্ম নেবো,

পুনর্জন্ম নেবো ধ্বংস ছুঁতে,

ক্ষতর লেলিহান শিখায় ছিন্নভিন্ন হওয়া বুক আবার ও জেগে উঠবে তিস্তার চরে ফিনিক্সের ন্যায়;

আবার ও ভালোবাসার আগুনে মরণ ঝাঁপ দিয়ে বুনে দেবে রূপকথার গল্প | 


1 comment:

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...