September 06, 2020

ঋভু চট্টোপাধ্যায়

 বুলেটিন                                               


একপা এগোনোর আগে যদি অঙ্ক কষতে হয়,

বুলেটিন প্রকাশের আগে যদি চাপা দেওয়ার

প্রক্রিয়াকরণ চলে, আর প্রতিটা মুহূর্তে তলানিতে

পৌঁছে যায় শ্বাস বায়ু, যদি কতগুলো পুতুল শূন্যে

উঠে বেলুনের চোরাবালি খোঁজে, আর একটা

এপিক নম্বর দেশের দাড়ি পোড়ানোর গল্প ছড়িয়ে

সমাজ মাধ্যমে পুরস্কারের আশা করে, তখন চুপ বলে

ডোবা ছাড়া উপায় থাকে না।

আসলে প্রতিটা পাকস্থলি খাবারের জন্যেই বাঁচে।

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...