দু'টি কবিতা
গর্জন
স্বপ্নের বারান্দায় গর্জন ডানা মেলেছে
মনুষ্যত্বহীন অবহেলায় রাত নেমে আসে চৈতন্যের বারান্দায় কুচক্রী সংবাদ রাষ্ট্র হয়
ভেঙে পড়ছে দৈবের ঘর
রাত্রি নামে বিষাদের আঙিনায়
ধর্মের দোকানে বিক্রি হয় নেশাতুর অভিশাপ
দগ্ধ প্রজাপতি কেড়ে নিচ্ছে সুস্থ সময়
মোহজল গড়িয়ে পড়ে পিপাসার সমুদ্রে
বিড়ম্বনার চোখে জ্বলে ওঠে নিষিদ্ধ বিতর্ক।
বিবর্ণ পাঠশালা
অস্বস্তিকর প্রস্তাবে প্রবন্ধের পৃষ্ঠাগুলো সংকুচিত হয়
নৈরাত্মার ঢেউ লাগে বিবর্ণ পাঠশালায়
পড়ুয়াহীন পাঠশালায় অবিন্যস্ত পাঠক্রম
বিশ্বাস এখানে নিহত হয় রোজ
গোপন ঈর্ষায় জেগে ওঠে চিত্রশালা
সংসারের বিন্যস্ত প্রহরে খেলা করে মাতাল অস্তিত্ব
ঝাপটা খায় বৃদ্ধ বিশ্বাস
খুঁটি উপড়ে যায়
অর্ধ দগ্ধ ভোর উঁকি মারে চৈতন্যের বাগানে
রুদ্ধ ঠোঁটে থাবা বসায় প্রণয় কথা
গুমরে মরে উৎসব পৃথিবীর দলীয় অহংকার
তবুও দুঃখী চাঁদ বিষন্ন আলো জ্বেলে নতুন পৃথিবীর স্বপ্ন দেখে
No comments:
Post a Comment