September 06, 2020

নির্মাল্য মণ্ডল

 দু'টি কবিতা 


অভিমানী সুখ 


এখনও গোধূলি রং আনে

বৃষ্টির পরে সোঁদা গন্ধ,

এখনও মাটির ভাঁড়ে গরম চুমুক,

এখনও অভিমানী রাত গড়ে দ্বন্দ্ব।

এখনও আলোর ভাঁজে আঁধারের সুখ,

এখনও মন কেমনের ঘরে তোমার মুখ।


দূরের জনপদ 


তোমার চোখে তারাদের ভিড়!

তাই ওদিকে আর বিশেষ যাই না... 

ইদানীং খুব বেশি বলতেও ইচ্ছা হয় না আমার।

ধরে নিই, আমি 'আ' বলতেই তুমি বুঝে নেবে...

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...