দু'টি কবিতা
অভিমানী সুখ
এখনও গোধূলি রং আনে
বৃষ্টির পরে সোঁদা গন্ধ,
এখনও মাটির ভাঁড়ে গরম চুমুক,
এখনও অভিমানী রাত গড়ে দ্বন্দ্ব।
এখনও আলোর ভাঁজে আঁধারের সুখ,
এখনও মন কেমনের ঘরে তোমার মুখ।
দূরের জনপদ
তোমার চোখে তারাদের ভিড়!
তাই ওদিকে আর বিশেষ যাই না...
ইদানীং খুব বেশি বলতেও ইচ্ছা হয় না আমার।
ধরে নিই, আমি 'আ' বলতেই তুমি বুঝে নেবে...
No comments:
Post a Comment