বর্ষা
বর্ষা, তোমার দুখ-লুকনো ফন্দি
আমার ভিজে খাতায় লেখা,
বর্ষা, তোমার আগুন-জলে সন্ধি
আমার সব হারিয়ে শেখা।
বর্ষা, তোমার গাঢ়গন্ধী রঙে
সাজে স্বপ্ন দেখা প্রবাল,
বর্ষা, ওই ঝড়ের মতো ডাকে
জাগে ঘুমভাঙানি সকাল।
বর্ষা, তোমার লীলাময়ী ছন্দে
নারীর চিরকালের ঈর্ষা,
বর্ষা, ওই নীলমাধবের দর্পে
তুমি পরকীয়ার ভরসা।
বর্ষা, তোমার সকালবেলার ওমে
আমায় ভুল নামতা পড়াও,
বর্ষা, তুমি ডানায় আলো মেখে
আমায় ঘর পোড়াতে শেখাও।
No comments:
Post a Comment