ভয়সমগ্র - ৫০
Heliopolis - Fear of the sun
আপাতত ব্রহ্মাণ্ড বলতে পৃথিবী সূর্যের শক্তিতে সচল
সে আলো পেতে অন্ধের প্রার্থনা আয়ু কেড়ে নেয় ...
তাকে ভয়, হিসেব মেলে না, কোন সে জটিল তত্ত্ব
দেহের প্রতিটি উপাদানের গোড়ায় বসে আছে আস্ত সূর্য
কত বিরোধীপক্ষের সংহারক ফোটন কণা, ভাবছো ট্যান
এই ছেলেমানুষি ইতিকথায় কেন্দ্রকে উপেক্ষা করা যায়
নিজের নাভিমূল ভুলে জন্মছকের কোন গ্রহে রাখবো পা
না থাকলে বুঝবে, না থাকার চিন্তা শিকড়ে ঘুণ ...
কত আলোকবর্ষ দূরে, অথচ নির্মল রোদের গান সুন্দর
অস্তরাগের আভায় প্রেম কি আবেগে ভাসে না
মেরুদণ্ড জড়িয়ে ফারেনহাইটের চলমান পারদে থাকো ...
No comments:
Post a Comment