ভয়সমগ্র - ৭
Aichmophobia - Fear of needles or pointed objects
শীর্ষ বিন্দু মানেই সাফল্য নয়
এই যে অতিক্রান্ত পথের বিস্তারনামা অন্তরালে ...
অনেকেই দেখছে এক চোখে
তাই ভয় থাকা স্বাভাবিক বলেই মন কেন্নো
অতিসচেতন হতে গিয়ে কিছু সময় দোষারোপ
যে প্রিয় নয়, সেও তখন মলম
প্রলাপের মাঝে চোখের জলে শীর্ষ আলোকিত
না এগোলেই ভালো সময়চক্রের ফাঁদে পড়ে
কিন্তু কে বুঝবে, বোঝাবে হৃদয়বৃক্ষ অবিচল
এ লক্ষ্য যে সে লক্ষ্য নয়, রুলটানা খাতার লাইন
তবুও অসুখবৃত্তান্ত শেখায় সহ্যপদাবলি
গ্রহণে কোষে সংবেদ, উত্তেজনা, আনুমানিক সংশয়
এভাবেই ক্ষতের পাশে নিরাময় বসে থাকে ...
No comments:
Post a Comment