একাকীত্ব
বড় একলা হয়ে পড়ছি দিনকে দিন
যতই বয়স বাড়ছে পৃথিবীটা ক্রমশ
সরে যাচ্ছে দূর বহুদূর ।
স্মৃতিগুলো সব আবছা হয়ে পড়ছে
কাউকে বোঝাতে পারছি না সেই বেদনার্তি
একলা একা গুমরে মরছি শুধু ।
যতদিন যাচ্ছে একাকীত্বের বোঝা চেপে
বসছে আরও , কাউকে দোসর পাচ্ছি না
একাকীত্বের ভারে ন্যূজ্ব হচ্ছি ক্রমশ ।
শিরোনাম
জ্যোৎস্নায় ধুয়েছি হাত , সেই ঘ্রাণ লেগে আছে ঠোঁটে
ঘাসে ঘাসে সেই বার্তা গেছে রটে ।আশঙ্কা যতই অমূলক হোক ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে একটু তো ডরাবে নিশ্চিত ।
আমার ও সেই দশা জ্যোৎস্না ধোয়া এই হাতে খেয়েছি
আমিষ ও অ্যালকোহল বন ভোজনের রাতে , দারুণ
হুল্লোড়ে কিছুই ছিল না খেয়াল ।
কখন যে জ্যোৎস্না মেখেছি সারা গায়ে , ম ম গন্ধে
আকাশ গিয়েছে ভরে , রাত্রি লিখিত সেই সুসমাচার
এখন খবরের শিরোনামে ।
ঐতিহ্য
গল্পের ফ্রেমে বাঁধা জীবন আমাদের যেন পৈতৃক ছায়া
হেঁটে যায় সুদূর আলেয়ার পথে ।ধিকিধিকি জ্বলে মরুভূমি
বালিয়াড়ি জুড়ে রোদের কুর্ণিশ শুধু , বৃষ্টিরা সরে যায়
নিরাপদ তফাতে ।
হাপিত্যেশ চেয়ে থাকে কাঁটা গুল্ম চাতক পাখির মতো
এক ফোঁটা বৃষ্টি ঝরে না তবু , নির্দয় মেঘেরা ওড়ে না
আকাশে ।
বাতাসে আলোর ফুলকি ভাসে দুলকি চালে দু-একটি
মরুভূমির জাহাজ দেখা দেয় কদাচিৎ তপ্ত বালুচরে ।
No comments:
Post a Comment