April 25, 2021

তুষার ভট্টাচার্য

 স্বপ্ন কলমে


একদিন কবিরাই শাসন করবে এই
রৌরব পৃথিবী,
তখন অনন্ত ক্ষুধার চারণভূমিতে
ওই দিগন্তের রামধনু রঙের আকাশ থেকে ঝরে পড়বে ধবধবে
ফুলের মত সাদা ভাত ;
নদীর পাড়ে জোছনার হলুদ পাড়
আঁচল পেতে অসফল কবিরা
দু'দন্ড ঘুমোবে প্রশান্তিতে ;
তারপর কবিদের স্বপ্ন কলমে উঠে আসবে শুধু নতুন বৃষ্টি জলের ভিতরে জেগে ওঠা জীবনের অফুরান জলতরঙ্গ গান,
সেই দিন আর খুব বেশি দূরে নয় l




No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...