স্বপ্ন কলমে
একদিন কবিরাই শাসন করবে এই
রৌরব পৃথিবী,
তখন অনন্ত ক্ষুধার চারণভূমিতে
ওই দিগন্তের রামধনু রঙের আকাশ থেকে ঝরে পড়বে ধবধবে
ফুলের মত সাদা ভাত ;
নদীর পাড়ে জোছনার হলুদ পাড়
আঁচল পেতে অসফল কবিরা
দু'দন্ড ঘুমোবে প্রশান্তিতে ;
তারপর কবিদের স্বপ্ন কলমে উঠে আসবে শুধু নতুন বৃষ্টি জলের ভিতরে জেগে ওঠা জীবনের অফুরান জলতরঙ্গ গান,
সেই দিন আর খুব বেশি দূরে নয় l
No comments:
Post a Comment