December 27, 2020

সব্যসাচী পন্ডা

প্রেমপত্র


শীতের পাতার মত উড়ে আসে চিঠির অক্ষর।
মেঘে মেঘে যেটুকু বেলা ছিল তাও ডুবে গেল
সূর্যাস্তের পর।

তারপর সান্ধ্য আগুনে
আমরা সেঁকেনি ভালোবাসা,সঞ্চারিত ওম

শরীর জাগার আগেই
প্রেম বিলোয় শিলাই এর ঢেউ।







No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...