আমার দম্ভ
আমার দেহে একটা দাম্ভিক
মানুষ বাস করে
ঘাড় উঁচু মোরগটা দেখলেই
জবাই করে
রসিয়ে রসিয়ে ওটার ঘাড়
চিবিয়ে খায়
ক্রমশ তলিয়ে যাচ্ছি আমি
আশ্রয়
তোমাকে না বলে পাখিটা
উড়ে গেছে পলাশের বনে
শোকার্ত মন আশ্রয় খোঁজে
এ বুক শোকের বাড়ি নয়
তবু এসো,বুকে ঝাঁপ দাও
এ বুকে আকাশ পেতেছি
উপবাস
মা খেতে বসবে
এমন সময় বাড়িতে অতিথি
"অতিথি দেব ভব"
মার আর খাওয়া হলো না
No comments:
Post a Comment