January 30, 2022

সমাজ বসু

 চক্ষুদান


সেই কবেকার ডাকের সাজে মিথ্যার প্রতিমা---

চক্ষুদান বোধন আমন্ত্রণ কিংবা আরতি

সবই চলছে। 

কি অসম্ভব রঙচঙে উৎসবে মেতে আছি---

শ্লাঘায় ভণিতায় আলোর অভাবে নেমে আসছে

অন্ধকারের প্রলেপ---


অন্ধকারে ভুলে গেছি---

সত্যের কাঠামোয় মাটিই পড়ছে না, প্রতিমার চক্ষুদান কিসের?


গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...