গৃহস্থালি
তুমি আগে আসবে জানলে নিজে গুছিয়ে রাখতাম
সেই জলজঙ্গলের গৃহস্থালি আমার!
তুমি যদি ঠাট্টা করে সোঁদরবন বলতে চাও, বলো!
আমি মউলীর ধৈর্য্য ঠিক বুকে রেখে দেব।
আমি মউলীর ধৈর্য্য ঠিক বুকে রেখে দেব।
তুমি তখন দলঘাসের গালচে দেখে হাসবে ঠিক
আর সুদূর ঝরনার জলে ভাসাবে যৌবন!
তবু গাঢ় কলমীলতায় আর চক্রমুখী শামুক
সাজিয়ে রাখব বনজ্যোৎস্নায় একা অন্ধকারে,
অজস্র নদী,খাঁড়ি...এসব তোমার নিশানা হলে
আমি তাদের দেব নিরন্তর জোয়ার-ভাঁটার গান
আরো দূরে করুণাক্ষ গাঙের দেশে তখন নাহয়
জ্বলজ্বলে চোখে জেগে থাকব শার্দুলের প্রত্যশায়!
তুমি তার চেয়ে বরং আমার ভিতর বাসাতেই এস
আর জলছাপ রেখে যেও লক্ষ্মীর পায়ের পাতায়...