March 28, 2021

সব্যসাচী পণ্ডা

 ধরিত্রী


তারপর যদি জন্ম পাই আরো একবার

যেন জন্মের সারল্য

তোর বক্ষে ঢুকে যাব

শ্বেত শুভ্র সুডৌলে চুপ করে বসে রব

স্বল্প আনত।


প্রজনন ক্ষন পার করে

তোর সকল সন্ততি

প্রথম কান্নার আলোড়নে আমাকেই তারপর 

চুষে চুষে খাক...পুষ্ট হোক....


এবং মানুষের মত মানুষ হোক।









গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...