December 27, 2020

সমাজ বসু

 এই শহর


অনেক শোকে আমার এই শহর ফুল রাখে,
মোম জ্বালে অকুস্থলের দরজায়-
কালো শব্দের মৌন মিছিলে পা রাখে-
অথচ-
পাশার চাতুরী জেনেও কী ভীষণ মূক শহরের 
ধৃতরাষ্ট্র চোখ।
এইরকম সমাধির ঘাস মাড়িয়ে নীপবীথির ছায়ায় হেঁটে যাবে কতদিন
দুঃশাসনের দল;
আর নয়-
এইবার সন্ধির রঙ মুছে আজীবন সাজিয়ে রাখা বিশ্বাস ভেঙে
নিশ্চিত ছুঁড়ে দিক-
তাদের মলিন ও অসৎ কার্যকলাপের বিরুদ্ধে সুকৌশল ক্রোধ,এবং
চোখ মুছে অদৃশ্য তর্জনী তুলে ধরুক আমার এই শহর।






গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...