October 30, 2022

মীরা মুখোপাধ্যায়

 আমার জন্য কোনো ভালো খবর থাকতে পারে না


'তুমি বলেছিলে একটা খবর আছে '

আর আমি দৌড়াতে দৌড়াতে শহরের শেষ প্রান্তে

গিয়ে শুনি

সুচরিতা মারা গেছে 


টালমাটাল সময়ে দাঁড়িয়ে বড়বাবু ফোন করলেন

'একটা খবর আছে সুকান্ত '

গিয়ে শুনি স্ট্রাইকের অজুহাতে 

আমাদের চাকরি গিয়েছে


আজ, দেখা হলে সম্পাদক বললেন

'একটা খবর আছে আপনার '

আমি খুব শান্ত ভাবে বললাম

যে লেখাটা ছেপেছেন সেটা আমার না,

অন্য কোনো সুকান্ত সেনের

কারন, আমার জন্য কোনো ভালো খবর

থাকতে পারে না


No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...