October 30, 2022

দেবাশীষ মুখোপাধ্যায়

স্মৃতিবাসর 


স্মৃতিকথারা ডাক দিলে পর্ণ কুটিরেও চাঁদ ওঠে

একটা পানসি ভেসে যায় দারিয়াপুর

জলের সাথে তার আজন্ম গল্প বলা অফুরান

শালুকের ঝাঁক মুচকি হেসে তাকে চুমু খায়


ভিতর ঘরে শ্রাবণ এলেই স্মৃতিকথারা সরব

নিকোনো দুয়ারে পা ছড়িয়ে গল্পে মাতে

আম কাসুন্দি আর নারকেল মাখা মুড়িতে

জিভের লালায় কতো পথ জাগে


স্মৃতিকথাদের নকশি কাঁথায় বুনলেই একটা আস্ত জীবন

ফেলে আসা বটের ছায়া

ফেলে আসা পুকুর ঘাট

ফিরে আসার ধারা স্রোতে ভাসতে থাকে সুখ চারণ... 





No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...