বিদ্ধ
আমার বুকের মধ্যে বিঁধে আছে ছুরি আমূল
রক্তে ভেসে যাচ্ছে যাক... হৃদি
আমি তুলবো না তাকে কিছুতেই
যতদিন না হে পৃথিবী তোমায় সুস্থ হতে দেখি।
সমস্ত যুদ্ধের পর অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা হেসে ওঠে মাঝরাতে কোনও পিয়ানোর সুরে খোলাচুল উড়ে আসে তার বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...
No comments:
Post a Comment