January 30, 2021

সাত্যকি

প্রাচীন অক্ষর 

জিজ্ঞাসা কিছু থেকে যায় 
প্রাচীন বটের মতো 
তাই প্রত্যেকক্ষণে নদী যৌবন পায়
তরুণ জিজ্ঞাসার ঢেউ নেমে আসে
ছোবল দেয় তীরে  

আমি পাড়ে বসে দেখি 
আরও কিছু জিজ্ঞাসা জেগে উঠে 
ঘিরে ধরছে আমায় 

প্রাচীন বটের শিকড় জুড়ে তখন
উপপাদ্যের মতো সন্ধ্যা সাজ নেমে আসে 



গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...