প্রাচীন অক্ষর
জিজ্ঞাসা কিছু থেকে যায়
প্রাচীন বটের মতো
তাই প্রত্যেকক্ষণে নদী যৌবন পায়
তরুণ জিজ্ঞাসার ঢেউ নেমে আসে
ছোবল দেয় তীরে
আমি পাড়ে বসে দেখি
আরও কিছু জিজ্ঞাসা জেগে উঠে
ঘিরে ধরছে আমায়
প্রাচীন বটের শিকড় জুড়ে তখন
উপপাদ্যের মতো সন্ধ্যা সাজ নেমে আসে