February 27, 2022

হামিদুল ইসলাম

বৃষ্টি                      

 অপেক্ষার প্রহর গুণি 
রোদে রোদে আগুন ঝরে 
পুড়ে যায় অসবর্ণ সময়। পরিচিত মুখ   ।।

নৈর্ঋতে অশনি সংকেত 
ইষ্টনামে কাটে না সংকট
মুছে যায় অতীত
তবু আমাদের শরীরে এখনো বয়ে চলে পূর্ব পুরুষের শ্বাস   ।।

ছায়ারা গায়ে মাখে বাসি ভাতের সুবাস 
আমরা করবি বিষ ঠোঁটে নিয়ে পাড়ি দিই জীবন   ।।

শব্দরা স্লোগান তোলে 
মৃত‍্যু ছড়ানো শিয়রে গুণি নশ্বর শ্বাস
আহত হৃদয়ের জলে ক্লান্তির মেঘ    ।।

ছাদের জলে অঝোরে বৃষ্টি নামে 
ভিজে যায় রাত ।।


গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...