বৃষ্টি
অপেক্ষার প্রহর গুণি
রোদে রোদে আগুন ঝরে
পুড়ে যায় অসবর্ণ সময়। পরিচিত মুখ ।।
নৈর্ঋতে অশনি সংকেত
ইষ্টনামে কাটে না সংকট
মুছে যায় অতীত
তবু আমাদের শরীরে এখনো বয়ে চলে পূর্ব পুরুষের শ্বাস ।।
ছায়ারা গায়ে মাখে বাসি ভাতের সুবাস
আমরা করবি বিষ ঠোঁটে নিয়ে পাড়ি দিই জীবন ।।
শব্দরা স্লোগান তোলে
মৃত্যু ছড়ানো শিয়রে গুণি নশ্বর শ্বাস
আহত হৃদয়ের জলে ক্লান্তির মেঘ ।।
ছাদের জলে অঝোরে বৃষ্টি নামে
ভিজে যায় রাত ।।