রঙ
মৃত মানুষের সাথে আজকাল দেখা হয় প্রায়ই, স্বপ্নে
কারো কাঁধে হাত রেখে হাটি
কারো সাথে গল্প করি অবলীলাক্রমে
জিজ্ঞাসাও করে ফেলি কখনও কখনও
এখানে কী করে...
তারা যে কি বলে তা শোনা যায়না
স্বপ্নের মধ্যেই প্রবল বাতাস ওঠে....
জানি কেউ বিশ্বাস করবে না
তবু বলছি, একবার পাউন্ডকে দেখলাম স্বপ্নে...
বন্দিনিবাসের মাঠে বসেছিলেন এজরা পাউন্ড
আমি স্পষ্ট দেখলাম নীলাভ ডেইজিতে
তাঁর হাঁটু অব্দি ঢাকা
অথচ স্বপ্নে নাকি কোনো রঙ দেখা যায়না
একমাত্র সাদা কালো ছাড়া