সোনালী বিছানা
আমার বিকেল গুলো ক্রমোজ্জ্বল সাঁঝের আঁধারে আমি খুঁজি পারাপারহীন ঘাটের ওপারে ঘোলাটে আঁধার কানাগলি
এপারে উত্তপ্ত রোদে ঘুড়ি ওড়ালাম কিছুকাল ।
ছেঁড়া ঘুড়ি গোত্তা খেয়ে ছিঁড়েছে লাটাই প্রত্যাঘাত ফিরেছে দ্বিগুণ
কিছু কিছু বর্শা ফলক কিছুটা মিষ্টি গান ।
নদীও জানেনা কেন এত ফিসফাস
চোরের মতন কথা বলা
দু'পা এগিয়ে দশ পা পিছনে পেছোনো
হারাবার ভয়ে ভয়ে এ জীবন
হয়না নিজের করে পাওয়া।
ম্রিয়মান স্রোতে নদীর জোয়ার শিহরিত
হায় হায় আমি খুঁজি ভাটির উজান
নদীপথে জলতল রপ্ত হলে গনগনে শিখা
মুগ্ধ শীতল ছোঁয়ায় সোনালী বিছানা ।