March 28, 2021

আবদুস সালাম

আমি ও আমরা


গন্তব্য এখন বহুদূর

ক্রমশ ছিটকে পড়ছি মানবিক পথ থেকে


উলঙ্গ অধিকার ছিনিয়ে নিচ্ছে বিশ্বাস

আকন্ঠ পিপাসা নিয়ে অতৃপ্ত ভিক্ষুক


ভড়ং


সমস‍্যা গভীর হলে রাষ্ট্র সংঘ  হুংকার ছাড়ে

সবাই জেনে গেছে ওটা দাঁত ভাঙা বাঘ

চৈতন্য লোপাট হয়


অবুঝপানা


ভুতুড়ে আঁধার নেমে আসছে পৃথিবীর জঙ্গলে

পরিচয়হীন স্টেশনে থামে পরিযায়ী ট্রেন

ভূতের রাজত্বে কে রাজা কে মন্ত্রী বোঝা বড়ো দায়


পড়শী কথা


ভিন্নতর স্বাদে  বুনে দিই কষ্ট কথা

পড়শী বাড়ির প্রশ্নবান ছুটে আসে প্রতিক্ষার জানালায়

ভেসে যায় উদাসীন নির্মাণ


প্রচেষ্টা


আমাদের সামাজিক নদী প্রবাহিত হয়

টুকরো টুকরো দুঃখগুলো ভাসে ঘোলাজলে

সবুজ কালিতে লিখে রাখি আবেদন

পদচিহ্ন এঁকে রাখি নদীপাড়ে









গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...