April 25, 2021

গোলাম রসুল

 মেঘ বৃষ্টি ঝরিয়ে কি গান গায় আমাকে ঘিরে


যে জলধারা বয়ে যায় সন্ধ্যায় তাই দিয়ে 
আমি লিখি
জলের সাগর
উত্তাল হয়েছে ডাঙা

আমি সেই দ্বীপ 
ভেসে যাই চাঁদের মতো

সংগীতের সুরের মতো মেঘ বৃষ্টি ঝরিয়ে 
কি গান গায় আমাকে ঘিরে
যদি ওই বৃষ্টির ফোঁটা মাটি থেকে হাত 
বাড়িয়ে আমাকে ডেকে নিত
মাটির ভেতরে আপন করে রেখে  দিত 
আমার হৃদয়

জলময় ঝিঁঝিঁ পোকা
জোনাকির আলো
শেষ হারা কত নির্ঝর
কিভাবে পেতে সেই একটুখানি বুক
যার  ওপর দাঁড়িয়ে ওই বিশাল আকাশ







         

No comments:

Post a Comment

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...