October 30, 2022

মীরা মুখোপাধ্যায়

 আমার জন্য কোনো ভালো খবর থাকতে পারে না


'তুমি বলেছিলে একটা খবর আছে '

আর আমি দৌড়াতে দৌড়াতে শহরের শেষ প্রান্তে

গিয়ে শুনি

সুচরিতা মারা গেছে 


টালমাটাল সময়ে দাঁড়িয়ে বড়বাবু ফোন করলেন

'একটা খবর আছে সুকান্ত '

গিয়ে শুনি স্ট্রাইকের অজুহাতে 

আমাদের চাকরি গিয়েছে


আজ, দেখা হলে সম্পাদক বললেন

'একটা খবর আছে আপনার '

আমি খুব শান্ত ভাবে বললাম

যে লেখাটা ছেপেছেন সেটা আমার না,

অন্য কোনো সুকান্ত সেনের

কারন, আমার জন্য কোনো ভালো খবর

থাকতে পারে না


গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...