খাঁচা
মুখ বুজে চেয়ে আছি যেটুকু আচ্ছাদন
ভীত নই পড়ন্ত বিকেল
এখন আস্ফালনে তেজহীন মেঘেদের রঙ
যেসব পাখিরা আজ ফিরতে পেরেছে বাসায়
তাদের গল্প শুনি অজস্র খাঁচায়...
মেপে দিয়ে গেছে সব বাঁচার রসদ
সেটুকু জড়িয়ে ধরেই আসে ভোর
শৈশবের হারানো বন্ধুরা এ সময়ে
ফেলে আসা ডাকনামে যদি ডাকে
উড়বই ক্ষতবিক্ষত ডানার অবশিষ্ট পালকে।