বাবা
আমি আক্রোশে ভেঙেছি তাঁর একমাত্র ছবি
কেন তুমি নিয়ে যাওনি মাঠে, পেলে যখন খেলতে এল
ইডেনে? কেন তুমি নিজস্ব পরীক্ষা নিয়ে ব্যস্ত, চলে গেলে
ধ্বনি শুনে স্বর্গের গেটে, না কি লোভে পড়ে পারিজাত ফুলের?
কেন তুমি বুকে তুলে নাওনি ধড়
চমকে ফেলে দিলে মুন্ড ভুমিতে ধুলোয়
মেঘকালো সেই আজগুবী সন্ধ্যায়?
ফিরে এসো বাবা, আমি তো এখন তোমারই বয়সী, কবে থেকে
ভাঙছি তোমার ছবি, কেন তুমি একটুও অস্থির নও,
চলে গেছ কতদিন আগে, ছ’ বছর বয়েসে, বাবা,
এখন স্বপ্নে এলে তো আর চিনতেও পারব না।