November 29, 2020

সম্পাদকীয়

এই বছর বিষময়।মৃত্যু মিছিলের শেষ নেই।বাঙালি মেধা ও মননের নক্ষত্রপুঞ্জ থেকে একটি একটি করে তারা খসে পড়ছে। বাঙালির গর্ব করার মানুষ কমে আসছে।প্রণবকুমার মুখোপাধ্যায়,শম্ভু রক্ষিত, দেবেশ রায়, পার্থপ্রতিম কাঞ্জিলাল, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অলোকরঞ্জন দাশগুপ্ত সকলেই  অমৃতলোক নিবাসী।মহাকাল সময়ের সঙ্গে মানব জাতির সংঘাত নতুন নয়।শেক্সপিয়ারের সনেটগুলির ব্যপ্তি তো এই অন্তর্ঘাতে,কবি কালো অক্ষরে নিজেকে অমর করে গেছেন।ঘাতক মহাকাল সেই দ্রতগামী বলীয়ান রথে চড়ে যতোই অগ্রসর হোক না কেন মহামানব তাঁর সৃজনশীল কর্মের
মধ্য দিয়েই বিজয় লাভ করেন। 

একজন কবি কোনো পত্রিকায় কবিতা দিয়ে আশা করেন তাঁর কবিতা পাঠক পড়ুক।পড়ার পর পাঠকের মনে কিছু বিস্ময় বোধ,ভালো লাগা থাকুক।কবি ও পাঠক মানসের সেতু স্বরূপ মহুয়ার দেশ কাজ করবে আশা রাখি। 

আজ "মহুয়ার দেশ" আলো সংখ্যা প্রকাশিত হল।প্রচ্ছদ চিত্রটি তুলেছেন শ্রেষ্ঠা চ্যাটার্জী।শুধু ভালোবাসার মূল্যে ছবিটি ব্যবহার করতে দিয়েছেন।

অভিষেক সৎপথী
সম্পাদক, 
মহুয়ার দেশ





গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...