September 06, 2020

সম্পাদকীয়

 প্রকাশিত হল "মহুয়ার দেশ" আত্মপ্রকাশ সংখ্যা।বাইশ জন কবির কবিতা স্থান পেয়েছে এই সংখ্যায়। 

সমকালীন বাংলা কবিতার বিভিন্ন দিকগুলি ফুটে উঠেছে।কবিতাগুলি সমৃদ্ধ হয়েছে কবিদের জায়মান অভিজ্ঞতায়, তারুণ্যের শক্তিতে ভরপুর,অটুট রয়েছে আশাবাদ,কখনও অনেক বাঁকাচোরা,কাঁচা অথচ উদ্দীপনাময়।

সংখ্যাটি পড়ুন সকলে। সাহিত্য চর্চার মধ্য দিয়ে মুক্ত চিন্তার পরিসর বৃদ্ধি পাক আশা রাখি। সুস্থ আলোচনা হোক।আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 

সবাই ভালো থাকুন। 

গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...