August 29, 2021

তুষার ভট্টাচাৰ্য

 ক্ষুধার চারণভূমিতে 


ক্ষুধার চারণভূমিতে আমি ঝকঝকে চাঁদের থালায় করে 

জুঁই ফুলের মতন সাদা ধবধবে

গরম ভাতের স্বপ্ন দু'হাতের মুঠোয়

উড়িয়ে এনে

 ছড়িয়ে দিই হাড়হাভাতে বুভূক্ষু মানুষের 

আহত  স্লান চোখে l










গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...