May 30, 2021

অদিতি ঘটক

বদ্ধ পিঞ্জর


গাছেরা উড়াউড়ি করছিল খুব

ডানায় চলকানো নরম মখমলি আলো

সেই আলোয় ঝরে পড়ে নক্ষত্রদের গোছানো অলীক সংসার

 ' সামান্য একটু অক্সিজেন ...'


 স্বপ্ন


লাল কার্পেট মোড়া লড়ঝড়ে সাঁকো পার হলেই সোনালি বিকেল

 প্রদোষ রোদ আর ঘাসেদের সংলাপ

 হাতে রুপালি কুঠার মায়াময় সুখতাপ

জলদেবী বার বার আসবেই





গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...