April 25, 2021

দেবকুমার মুখোপাধ্যায়

বিখ্যাত আমেরিকান কবি এবং জীবনীকার কার্ল স্যান্ডবার্গের "Lost" কবিতার ভাষান্তর করেছেন দেবকুমার মুখোপাধ্যায়। 

হারিয়ে যাওয়া


নিঃসঙ্গ এবং একা
সমস্ত রাত লেকের ওপর
আস্তে আস্তে কুয়াশা ছড়িয়ে যাচ্ছে,
আর একটা নৌকো
চিৎকার করছে ক্রমাগত
যেন একটা হারিয়ে যাওয়া শিশু
কান্নায় ভেঙে পড়েছে,
অবিরত বন্দরের বুক
আর চোখ খামচাচ্ছে। 






গুচ্ছ কবিতা।।তৈমুর খান ।।

সমস্ত যুদ্ধের পর   অনেক মৃত্যুর পর এই বেঁচে থাকা  হেসে ওঠে মাঝরাতে  কোনও পিয়ানোর সুরে  খোলাচুল উড়ে আসে তার  বুকের ভেতর থেকে জ্যোৎস্নার ফণা ...